ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বসুন্ধরা কিংসের এএফসি কাপের বাকি সব ম্যাচ মালদ্বীপে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
বসুন্ধরা কিংসের এএফসি কাপের বাকি সব ম্যাচ মালদ্বীপে বসুন্ধরা কিংস। ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে সব ধরনের ফুটবল স্থগিত করা হয়। তবে ধীরে ধীরে মাঠে ফিরেছে ফুটবল।

আগামী অক্টোবর মাস থেকে মাঠে গড়াবে স্থগিত হওয়া এএফসি কাপের বাকি ম্যাচগুলোও। আর এএফসি কাপের ‘ই’গ্রুপের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপে।

মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ই’গ্রুপের  চারটি দলের মধ্যে দুটি দল মালদ্বীপের। তাই তিন দেশের যেকোনো একটি দেশে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন। ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল আগ্রহীদের।

তবে বাংলাদশ ও ভারত কেউই আগ্রহ প্রকাশ করেনি। তাই একমাত্র দেশ হিসেবে মালদ্বীপ আগ্রহ প্রকাশ করায় তারাই আয়োজনের দায়িত্ব পায়। মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম এবং আদ্দু স্টেডিয়ামে গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

‘ই’ গ্রুপের চারটি দল হলো মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (মালদ্বীপ), টিসি স্পোর্টস (মালদ্বীপ), চেন্নাই সিটি (ভারত) এবং বসুন্ধরা কিংস (বাংলাদেশ)।

তবে কিছু নিয়ম মানার নির্দেশনা দিয়েছে এএফসি। দেশ ছাড়ার আগে প্রতিটি দলের ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করাতে হবে এবং মালদ্বীপে পৌঁছে সেখানে আবার করোনা পরীক্ষা করাতে হবে। ম্যাচ শুরু হওয়ার চার দিন আগে মালদ্বীপে যেতে হবে দলগুলোকে।

আগামী ২৩ অক্টোবর মাজিয়া স্পোর্টস বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে গড়াবে গ্রুপ পর্বের ম্যাচ। ২৬ ও ২৯ অক্টোবর চেন্নাই সিটির বিপক্ষে, আর ১ নভেম্বর টিসি স্পোর্টস এবং ৪ নভেম্বর মাজিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা।

এর আগে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা জুলাই ২১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।