ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ায় ২০২১-এ বিশ্বকাপ হলে পুরোনো টিকিটেই খেলা দেখা যাবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
অস্ট্রেলিয়ায় ২০২১-এ বিশ্বকাপ হলে পুরোনো টিকিটেই খেলা দেখা যাবে ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিত করা হয়েছে। তবে একইসঙ্গে প্রশ্ন উঠেছে যারা ইতোমধ্যে ম্যাচের টিকিট কিনেছেন তাদের কি হবে? এমন প্রশ্নের উত্তর জানিয়ে দিল খোদ আইসিসি।

এই বিশ্বকাপটি যদি ২০২১ সালে অনুষ্ঠিত হয়, তবে একই টিকিটে খেলা দেখা যাবে।

কিন্তু যদি বিশ্বকাপটি ২০২২ সালে মাঠে গড়ায়, তবে টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শক-সমর্থকরা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়া আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় স্থগিত করে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরপর দুই বছর ছিল। ২০২১ সালে ভারতে আরেকটি আসরের অনুমোদ ছিল। আর ২০২৩ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের অনুমতিও পায়। তবে আইসিসি তাদের নতুন সূচিতে ২০২১ ও ২০২২ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা বলে। কিন্তু বলা হয়নি অস্ট্রেলিয়ায় স্থগিত ২০২০ বিশ্বকাপ কোন সালে হবে। এদিকে ভারত ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায়, তারা চাইবে না পরপর দুই বছর তাদের দেশে দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হোক। ফলে অনেকেই ধারণা করছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আইসিসি তাদের সহযোগী প্রতিষ্ঠানের দ্বারা অনেক আগেই বিক্রি শুরু করেছে। ইতোমধ্যে অনেক টিকিট বিক্রিও হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘যদি অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হয়, তবে টিকিটে অর্থ ফেরত দেওয়া হবে। ’

কিন্তু অর্থ ফেরত পেতে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ধরা হয়েছে ১৫ ডিসেম্বর। আর আবেদন করার ৩০ দিনের মধ্যে যে যার অর্থ ফেরত পেয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।