ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঈদের পর রিহ্যাব শুরু করবেন মৃত্যুঞ্জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ঈদের পর রিহ্যাব শুরু করবেন মৃত্যুঞ্জয় ঈদের পর রিহ্যাব শুরু করবেন মৃত্যুঞ্জয়

ইনজুরির কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথ থেকেই ফিরে এসেছেন তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তাই বিশ্বকাপ জয়ের মুহূর্তটি আর দলের সঙ্গে থেকে উদযাপন করতে পারেনিনি এই বাহাতি পেসার।

পরে অস্ট্রেলিয়া তার অস্ত্রোপচার করানো হয়। ঈদের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

বুধবার (২২ জুলাই) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন মৃত্যুঞ্জয় নিজেই। বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে যান। মূলত হাতের অবস্থা পর্যবেক্ষণ করতেই এসেছিলেন তরুণ এই যুবা টাইগার। যদিও আগের থেকে সুস্থ হয়ে উঠেছেন।

মৃত্যুঞ্জয় বলেন, ‘এখানে এখনো রিহ্যাব শুরু করিনি। হাতের কি অবস্থা সেটা দেখার জন্যই এসেছিলাম। হাতের অবস্থা মোটামুটি ভালো। ঈদের পর এইচপি ক্যাম্প শুরু হবে তখন থেকেই রিহ্যাব শুরু করবো। আর মূল লক্ষ্য হলো এইচিপি ক্যাম্পে নিজেকে শতভাগ ফিট রেখে বোলিং করা। পুরোপুরি রিহ্যাব শেষ হতে আরও দুই মাসের মতো সময় বাকি আছে। ‘

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।