ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠে ইউনাইটেডের হোঁচট, বাড়লো অপেক্ষা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ঘরের মাঠে ইউনাইটেডের হোঁচট, বাড়লো অপেক্ষা ড্রয়ের পর মাথা নিচু করে মাঠ ছাড়ছেন পগবা। অন্যদিকে অবনমন ঠেকানো ওয়েস্ট হামের উদযাপন।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুতে একের পর এক হোঁচট খেতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে শেষদিকে এসে পুরনো চেহারায় ফিরে রেড ডেভিলরা।

 

এখন তারা স্বপ্ন দেখছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেরার। সেই স্বপ্নপূরণেরও খুব কাছাকাছি চলে এসেছিল ওলে গানার সুলশারের শিষ্যরা। কিন্তু নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তারা পয়েন্ট ভাগাভাগি করে বসেছে ওয়েস্ট হামের বিপক্ষে।   

পিছিয়ে পড়ে ১-১ ব্যবধানে ড্র করেছে রেড ডেভিলরা। সেই সঙ্গে এক পয়েন্ট আদায় করে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ওয়েস্ট হাম। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে আন্তনিওর পেনাল্টি থেকে এগিয়ে যায় তারা। ম্যানইউ ব্যবধান গোছায় ৫১তম মিনিটে, ম্যাসন গ্রিনউডের গোলে।

আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকেট পেতে হলে লিগের পয়েন্ট তালিকার সেরা চারে থাকতে হবে ইউনাইটেডকে। ৩০ বছর পর শিরোপাজয়ী লিভারপুল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির তা আগেই নিশ্চিত হয়ে গেছে। শেষ চারের জন্য এখন লড়াই করছে ম্যানইউ, চেলসি ও লেস্টার সিটি।  

ওয়েস্ট হামের বিপক্ষে তিন পয়েন্ট আদায় করতে পারলে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হতো সুলশারের দলের। কিন্তু ড্র করায় লিগের শেষ ম্যাচে তাদেরকে জয় বা ড্র করতে হবে সেরা চারের জন্য লড়াইয়ে থাকা আরেক দল লেস্টারের বিপক্ষে।  

অন্যদিকে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-৩ ব্যবধানে হেরে যাওয়ায় পরের ম্যাচে এক পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন লিগ নিশ্চিত হবে চেলসির। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে ব্লুজরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লেস্টার।  

লিগ মৌসুমে এই তিন দলের জন্য এখন শেষ ম্যাচটি হতে যাচ্ছে পয়েন্ট তালিকার শেষ চারে থাকার অলিখিত ফাইনাল।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।