ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ভিয়ারিয়ালের কোচ হলেন উনাই এমেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ভিয়ারিয়ালের কোচ হলেন উনাই এমেরি উনাই এমেরি/ছবি: সংগৃহীত

পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরিকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে ভিয়ারিয়াল। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

কয়েক মাস আগে থেকেই এমেরির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল ভিয়ারিয়াল। তবে চুক্তি স্বাক্ষরের জন্য মৌসুম শেষের অপেক্ষায় ছিল ‘দ্য ইয়েলো সাবমেরিন’রা।

বিদায়ী কোচ জাভি কায়েজা’র অধীনে চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। ফলে ইউরোপা লিগের পরবর্তী মৌসুমে খেলবে দলটি। এরপরই এমেরিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ইংলিশ জায়ান্ট আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এমেরি এর আগে আলমেরিয়া, ভ্যালেন্সিয়া, স্পার্তাক মস্কো, সেভিয়া এবং পিএসজির কোচ ছিলেন। তার ব্যাপক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউরোপীয় সাফল্য পাওয়াই ভিয়ারিয়ালের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।