ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আগামী মাসে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
আগামী মাসে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আগামী মাসে শুরু সিপিএল

৩৩ ম্যাচের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হচ্ছে আগামী মাসে, ত্রিনিদাদে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুমু্ক্ত পরিবেশে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে হবে হবে নতুন আসর।

সোমবার (২৭ জুলাই) সিপিএলের নতুন সূচি প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ১৮ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পযর্ন্ত চলবে সিপিএল-২০২০।   

প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দিনের আরেক ম্যাচে গায়ানা আমাজনের ওয়ারিয়র্সের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স।  

সিপিএলের প্রধান নির্বাহী ড্যামিয়েন ও’ডোনোহোয়ি জানিয়েছেন, ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’র দু’টি ভেন্যুতে হবে সিপিএল। সেমিফাইনাল এবং ফাইনালসহ ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে হবে ২৩টি ম্যাচ। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হবে বাকি ১০ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জূলাই ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।