ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

তরুণ ডিফেন্ডার নাথান অ্যাক-কে দলে ভেড়াল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
তরুণ ডিফেন্ডার নাথান অ্যাক-কে দলে ভেড়াল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চলতি মৌসুমে অবনমন হওয়া বোর্নমাউথের ডিফেন্ডার নাথান অ্যাক-কে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

তবে এই চুক্তিতে আরও অতিরিক্ত ১ মিলিয়ন পাউন্ড যোগ হবে।

এর আগে ২০১৭ সালে ক্লাব রেকর্ডের বিনিময়ে নেদারল্যান্ডস তরুণকে কিনেছিল বোর্নমাউথ। চেরিস খ্যাত এই দলের হয়ে অ্যাক ১২১টি ম্যাচ খেলেছেন।

অনেক দিন থেকেই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা একজন সেন্টার-ব্যাকের খোঁজে ছিলেন। পরবর্তী মৌসুমে তার কৌশলে থাকবেন এই ২৫ বছর বয়সী তারকা। যদিও অ্যাক-কে আরও অনেক দল কিনতে চেয়েছিল।

এদিকে চলতি মৌসুমে ১৮তম হয়ে লিগ শেষ করায় প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হয়েছে বোর্নমাউথের। অন্যদিকে রানার্স-আপ হয়েছে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।