ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মাঠে ইচ্ছাকৃতভাবে কাশলেই দেখানো হবে লাল কার্ড 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
মাঠে ইচ্ছাকৃতভাবে কাশলেই দেখানো হবে লাল কার্ড  রেড কার্ড

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে অনেককিছু পাল্টে গেছে ক্রীড়া দুনিয়ায়। এবার ফুটবলের নিয়ম-নীতি নির্ধারক এবং ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশ্যে অন্য খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে কাশলে লাল কার্ড দেখাতে পারবেন ম্যাচ রেফারি।

 

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, এই ধরনের অপরাধ অবমাননাকর, অপমানজনক ভাষা এবং আপত্তিপূর্ণ অঙ্গভক্তির মতো অপরাধ বলে গণ্য হবে।  

আইএফএবি আরও জানায়, ‘অন্যান্য অপরাধের মতো, রেফারি এসব অপরাধকে আমলে নিয়ে রায় দিতে পারবে। ’ 

তবে অনিচ্ছাকৃতভাবে কাশলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। এ নিয়ে আইএফএবি আরও জানায়, ‘এটা যদি পরিস্কারভাবে দূর্ঘটনাবশত হয়, তাহলে রেফারি কোনো ধরনের পদক্ষেপ নেবে না। খেলোয়াড়দের কতটুকু দূরত্বের মধ্যে কাশি হয়েছে তা বিবেচনা করবে রেফারি। যদি তা যথেষ্ট নিকটে ঘটে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে রেফারি পদক্ষেপ নিতে পারবে। ’ 

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।