ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে বিসিবির শোক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে বিসিবির শোক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শোক বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিভিন্ন সময়ে বিসিবির একজন আইনি পরামর্শদাতা হিসেবে আমরা মাহবুবে আলমের মূল্যবান পরামর্শগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন এবং বাংলাদেশের আইন ব্যবস্থায় তার বিশাল অবদান সবসময় স্মরণ করা হবে। বিসিবির পক্ষ থেকে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ’

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।