ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

খেলা

ক্রিকেটারদের বিপ টেস্ট নেওয়া হবে: তুষার কান্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
ক্রিকেটারদের বিপ টেস্ট নেওয়া হবে: তুষার কান্তি তুষার কান্তি

চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হবে দু’দিনের ফিটনেস টেস্ট।

 

জাতীয় দল ও বিসিবি প্রেসিডেন্টস কাপের ক্রিকেটাররা এই ফিটনেস টেস্টের বাইরে থাকবে। বেশ কয়েকদিন ধরেই বিসিবির একাডেমি মাঠে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে আসছে ক্রিকেটাররা। ধারনা করা হচ্ছিল, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেসের জন্য ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট দিতে হবে। তবে ক্রিকেটারদের আপাততো দিতে হবে বিপ টেস্ট।  

রোববার (০৮ নভেম্বর) সাংবাদিকদের কাঠে পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি জানান, অনুশীলনের মধ্যে থাকা ক্রিকেটারদের ফিটনেস অনেকটাই ফিরে এসেছে। অনুশীলনের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বিপ টেস্টই নেওয়া হবে।      

তুষার কান্তি বলেন, 'ন্যাশনাল লিগ বা বিসিএল খেলার জন্য যারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিল তাদের বিপ টেস্টটাই নেওয়া হয়েছে। আগামীকালকের টেস্টেও তাদের এই টেস্টটাই রাখা হবে। আমরা আপাতত ইয়ো ইয়োটা করছি না ওদের জন্য। কারণ তারা বিপ টেস্ট দিয়ে অভ্যস্ত। তো এখন তারা এই টেস্টই দেবে। এরপর হয়তো ইয়ো ইয়োটা পরিচিত করব তাদের জন্য। '

তিনি আরও বলেন, 'আগামীকাল যে টেস্টটা, সেটা বিপ টেস্টই হবে। আমরা আশা করি, ওরা যে ট্রেনিংটা করেছে ব্যক্তিগতভাবে, আমরা তাদেরকে সেই আগের অবস্থায় পাবো। আশানুরূপ ফল হবে বলে আশা করি। '

অনেকদিন ধরেই বেশিরভাগ ক্রিকেটাররা মাঠের বাইরে রয়েছে। তাই আপাতত ফিটনেসের ওপরই জোর দেওয়া হবে। তিনি বলেন, 'আসলে অনেকদিন পর প্লেয়াররা খেলায় ফিরতেসে। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার এবং যারা এইচপির প্লেয়ার তারা ইতোমধ্যে প্র্যাকটিস করতে পেরেছে। এবং তারা অনেকটাই ফিরে এসেছে তাদের খেলার মধ্যে। আর যারা এখনও ফেরেনি, নতুন আসতেছে, তাদের ফিটনেসটাই মূলত দেখা হচ্ছে। '

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।