ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হাবিবুল বাশার করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
হাবিবুল বাশার করোনায় আক্রান্ত হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।


 
হাবিবুল বাশার বলেন, দুই দিন প্রচণ্ড জ্বর ছিল। জ্বর একটু কমার পর টেস্ট করিয়েছি, আজকে ফল পেয়েছি পজিটিভ। এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী যেন দ্রুত সুস্থ হতে পারি।
 
এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্তান্ত হন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তার আগে পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার আগে করোনায় আক্তান্ত হন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
 
বাংলাদেশ সময়ঃ ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।