ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

উইম্বলডন জিতলেন বার্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
উইম্বলডন জিতলেন বার্টি

প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি।

শনিবার (১০ জুলাই) সেন্টার কোর্টে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার বিপক্ষে ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াই ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ সেটে জিতেন তিনি।

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জেতা ২৫ বছর বয়সী ওই তারকার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এটি বার্টির দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম বিজয়।

এর আগে ২০১৯ সালে তিনি, ফ্রেঞ্চ ওপেনেও জিতেছিলেন।

বার্টি তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্টেডিয়ামে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার স্বপ্নকে এ রকম বিশেষ কিছুতে রূপান্তরিত করেছেন।

ফাইনালের প্রতিপক্ষ প্লিসকোভাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি, এটা অসাধারণ। তোমাকে ধন্যবাদ। তুমি আর তোমার দল অসাধারণ একটি আসর কাটিয়েছো। তোমার বিপক্ষে পরীক্ষা দিতে আমি পছন্দ করি। আশা করছি, সামনে আরও অনেক ম্যাচ খেলব আমরা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।