ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

টোকিও অলিম্পিক: মাত্র ১৩ বছর বয়সেই সোনা জয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
টোকিও অলিম্পিক: মাত্র ১৩ বছর বয়সেই সোনা জয়! মোমিজি নিশিয়া/ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে একের পর এক চমকের দেখা মিলছে। সর্বশেষ এমন চমক দেখালেন জাপানের মোমিজি নিশিয়া।

মাত্র ১৩ বছর বয়সেই সোনা জিতে নিয়েছেন তিনি। অবাক করা বিষয় হলো, রুপা জিতে নেওয়া মেয়েটির বয়সও ১৩ বছর! 

গতকাল সোমবার মেয়েদের স্কেটবোর্ডে সোনা জিতে নেন মোমিজি। অলিম্পিকের ইতিহাসে এত কম বয়সে সোনা জেতার ঘটনা আর নেই। এমনকি রুপা জিতে নেওয়া ব্রাজিলের রাইসা লিয়ানের কীর্তিও অনন্য।

স্কেটবোর্ডিংকে এবারই প্রথম খেলা হচ্ছে অলিম্পিকে। ফলে মোমিজি হচ্ছেন এই খেলায় নারীদের মধ্যে প্রথম সোনাজয়ী। এর আগে ছেলেদের খেলায় সোনা জিতেছেন জাপানের য়ুতো হোরিগাম।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।