ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ফরিদপুরে শুরু হলো আইজিপি কাপ যুব কাবাডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
ফরিদপুরে শুরু হলো আইজিপি কাপ যুব কাবাডি

ফরিদপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ (বালক ও বালিকা) বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে ছেলেদের বিভাগে জয় পেয়েছে বোয়ালমারী উপজেলা আর মেয়েদের বিভাগে ফরিদপুর সদর উপজেলা।

এদিকে বৃহস্পতিবার সকালে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।

এক সংক্ষিপ্ত বক্তব্যে  তিনি বলেন, জাতীয় পর্যায়ে ফরিদপুরের ছেলে মেয়েরা যেন ভালো করতে পারে এবং ফরিদপুরের জন্য পদক আনতে পারে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার  সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এরপর প্রতিযোগিতার ছেলেদের বিভাগে বোয়ালমারী উপজেলা দল ৩৫-১৯ পয়েন্টে স্বাগতিক ফরিদপুর সদর উপজেলা দলকে পরাজিত করে।

অন্যদিকে মেয়েদের ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা দল  ৬৩-২৩ পয়েন্টে বোয়ালমারী উপজেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে।

প্রতিযোগিতার আয়োজক ফরিদপুর জেলা পুলিশ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে করিম গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।