ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ফুটবল লিগে শেখ জামালের হ্যাটট্রিক শিরোপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
বঙ্গবন্ধু ফুটবল লিগে শেখ জামালের হ্যাটট্রিক শিরোপা

ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে টানা তৃতীয়বার (হ্যাটট্রিক) জয় লাভ করেছে শেখ জামাল ক্রীড়া চক্র।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

এ খেলার সবকটি গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোল করেন আশরাফুল এবং নাজমুল। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমান রাহুল।  

গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি মো. রুবেল, সহকারী রেফারি জিম ও সুমন। চতুর্থ রেফারি সাইফ দোহা দর্শন।

প্রতিযোগিতায় শুক্রবারের (২৪ ডিসেম্বর) খেলায় ফরিদপুর মুসলিম মিশন খেলবে সবুজসেনা ক্লাবের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।