ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনাল নিশ্চিত হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনাল নিশ্চিত হলো না বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে আশা জাগিয়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। রোববার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয় ৩-১ সেটের ব্যবধানে।

প্রথম দুই ম্যাচে জয়ের পর প্রথম হারের মুখ দেখতে হলো আলিপোর আরোজির দলকে।

ফাইনাল নিশ্চিত করতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই হতো। কিন্তু সব আশা মাটি চাপা দিয়ে জয় পাওয়া হলো না বাংলাদেশের। ম্যাচের শুরু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বজায় রেখে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টের জয় পায় জাবির-হরষিতরা।

দ্বিতীয় সেটে হয় জমজমাট লড়াই করেও শেষদিকে এসে হোঁচট খেল বাংলাদেশ। ২৬-২৪ পয়েন্টের জয় নিয়ে সমতায় ফেরে শ্রীলঙ্কা। তৃতীয় সেটেও দারুণ লড়াই করে দুই দল। কিন্তু তীরে এসে তরি ডুবে যায় স্বাগতিকদের। হেরে যায় ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে ২৫-২১ পয়েন্টে হেরে গেলে ফাইনাল অনিশ্চয়তায় রেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

সোমবার (২৭ ডিসেম্বর) উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে ওঠা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।