ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

২২ বছরের রেকর্ড ভেঙে দেশের দ্রুততম মানব ইমরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
২২ বছরের রেকর্ড ভেঙে দেশের দ্রুততম মানব ইমরান ছবি: সোহেল সারওয়ার

লন্ডন থেকে বাংলাদেশে এসেই বাজিমাত করেছেন স্প্রিন্টার ইমরান রহমান। প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন তিনি।

ভেঙেছেন দেশের ইতিহাসের ২২ বছরের রেকর্ড।  

বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ইমরান। ২২ বছর আগে ১৯৯৯ সালে প্রয়াত মাহাবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন।  

হাতঘড়িতে সেরা সময় সাবেক দ্রুততম মানব ইসমাইলের। ২০১৯ সালে হ্যান্ড টাইমিংয়ে ১০.২০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন তিনি। এ প্রতিযোগীতায় দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন তিনি।

কয়েকদিন আগে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে বাংলাদেশে আসেন যুক্তরাজ্য প্রবাসী ইমরান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে প্রথম বার দৌড়িয়েই এই নজির গড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারী ০৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।