ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রাশিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত অলিম্পিক স্বর্ণজয়ী বক্সার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
রাশিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত অলিম্পিক স্বর্ণজয়ী বক্সার ওলেকসান্ডার ইউসক (ডান থেকে দ্বিতীয়)।

ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবার যুদ্ধে নামছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ওলেকসান্ডার ইউসক।

সম্প্রতি নেট মাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্সে যোগ দেওয়া ইউসক রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন।

এর আগে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘যদি আমরা নিজেদের ভাই মনে করি। তাহলে আপনার সন্তানদের আমাদের দেশে পাঠাবেন না লড়াই করার জন্য। এই আহ্বান আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও জানাতে চাই। আপনি যুদ্ধ থামাতে পারেন। প্লিজ শান্ত হয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কোনো ধরনের দাবি ছাড়া। ’

২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণজয়ী ইউসক আরও লিখেন,‘আমাদের সন্তান, স্ত্রী, নাতি-নাতনি লুকিয়ে আছে মাটির নিচে। আমরা আমাদের নিজেদের দেশে আছি, অন্য কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা নিজেদের রক্ষা করছি। এই যুদ্ধ বন্ধ করুন, বন্ধ করুন। কোনো যুদ্ধ না। ’

এর আগে ইউক্রেনের দুই তারকা বক্সার ভাই ক্লিটসকোরাও দেশটির সেনাবাহিনীতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।