ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগ: আবাহনী-স্বাধীনতার পয়েন্ট ভাগাভাগি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগ: আবাহনী-স্বাধীনতার পয়েন্ট ভাগাভাগি

রাজশাহী: রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) এর প্রথম পর্বের খেলা শুক্রবার (১১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় আবাহনী লিমিটেড ঢাকা ও স্বাধীনতা ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

 

বিকেল ৩টার দিকে খেলা শুরু হলে প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক নাবিব নেওয়াজ গোলটি করে এক ধাপ এগিয়ে নিয়ে গেলে তারা প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে।  

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করে খেলতে খেলতে স্বাধীনতার খেলায়াড় সুযোগ পেয়ে যান। তিনি খেলার ৮০ মিনিটের মাথায় একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

পরে আর কোনো পক্ষই আর গোল করতে না পারায় খেলা শেষে পয়েন্ট ভাগ হয়ে যায়। আগামী ১৮ মার্চ রাজশাহীর এ মঠে বাংলাদেশ পুলিশ ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।