ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ আর্চারিতে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন রোমান-দিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
বিশ্বকাপ আর্চারিতে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন রোমান-দিয়ারা

বিশ্বকাপ আর্চারি স্টেজ-১ খেলতে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশের আর্চাররা।  

আজ শনিবার রাত ১১টায় তুরস্কের উদ্দেশে দেশ ছাড়বেন রোমান সানা-রিয়া সিদ্দিকীরা।

আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের আসর। খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ ১১ জনের দল যাচ্ছে তুরস্কে।

রিকার্ভ এবং কম্পাউন্ড এই দুই ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভে ছেলে ও মেয়ে আর্চাররা অংশ নিলেও কম্পাউন্ডে শুধু ছেলেরাই খেলবেন।

এবারের আসরে বিশ্বের ৪৭টি দেশের ১৯৭ জন পুরুষ এবং ১৪৩ জন নারী আর্চার অংশ নিচ্ছেন।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।