ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার ৩ কৃতি সন্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ১০, ২০২২
জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার ৩ কৃতি সন্তান

সাতক্ষীরা: ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান।

বুধবার (১১ মে) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ শামীম আল-মামুন এবং সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে মনোনীতদের হাতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ আট বছর পর এ পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশ থেকে ৮৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এদের মধ্যে সাতক্ষীরার শামীম আল-মামুন (ভলিবল) জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৬,  শেখ বশির আহমেদ মামুন (সংগঠক) জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৭ এবং তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু (সংগঠক) জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।