ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ফিফা-ইএ স্পোর্টসের চুক্তি বাতিল

স্পোর্ট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
ফিফা-ইএ স্পোর্টসের চুক্তি বাতিল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র সঙ্গে নতুন লাইসেন্সিং চুক্তি নবায়ন করতে পারেনি ইএ স্পোর্টস ৷ ফলে আগামী বছর থেকে আর দেখা যাবে না ‘ফিফা ভিডিও গেম’কে।  
এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিও গেমের শেষ সংস্করণ বাজারে এনেছিল ইএ স্পোর্টস ৷ চুক্তি শেষের পরে ২০২৩ থেকে চালু হবে ইএ স্পোর্টস এফসি।

বিশ্বের ফুটবল ভক্তদের কাছে ফিফা ব্যাপক জনপ্রিয় একটি খেলা। যার মূলে রয়েছে ইএ স্পোর্টস ৷ প্রায় তিন দশক ধরে ফিফা ভিডিয়ো গেম তৈরি করে আসছে সংস্থাটি ৷ এই খেলায় এখন আসছে নতুন মোড়। ফিফার অধিকাংশ ফুটবলার এবং ক্লাব নতুন গেমে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সেই সাথে ইএ স্পোর্টস এফসি’তে থাকবে বেশ কিছু নতুনত্ব এমনটাও জানানে হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।


বাংলাদেশ সময় ১৬০৬ ঘণ্টা, মে ১১, ২০২২

এআর,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।