ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অফসাইড নিয়ম নিয়ে সেফেরিনের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ১১, ২০২২
অফসাইড নিয়ম নিয়ে সেফেরিনের প্রশ্ন

ফুটবলের বর্তমান অফসাইড এবং হ্যান্ডবলের নিয়ম নিয়ে অসেন্তোষ প্রকাশ করেছেন উয়েফা প্রধান অলেকসান্দ্রো সেফেরিন। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভার) নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তার মতে ভারের ফলে অনেক ফুটবলাই লঘু পাপে গুরু দন্ডের শিকার হচ্ছেন।
ভার শুরু থেকেই বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আসছে বলে মনে করেন সেফেরিন। এটা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন বলে মনে করেন সেফেরিন। তিনি বলেন, ‘শুরুতে ভারের সাহায্যে সিদ্ধান্ত নিতে বেশ সময় নেয়া হতো। তবে এখন অনেক দ্রুতই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তবে অফসাইডে ৫ মিলিমিটারের নিয়ম নিয়ে শুরু থেকেই আমার প্রশ্ন ছিল। আপনার পা যদি কিছুটা বড় হয় কিংবা আপনার নাক উচু হলেও আপনাকে অফসাইডের শাস্তিা পেতে হবে। ’
হ্যান্ডবলের নিয়ম নিয়ে অসন্তুষ্ট সেফেরিন। তিনি বলেন, ‘বর্তমান ফুটবলের হ্যান্ডবলের শাস্তির বিধান নিয়েও আমরা প্রশ্ন রয়েছে। এই বিষয়ে আমি রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ফুটবলার ফিগোর সঙ্গেও কথা বলেছি। আমার মনে হয় কারো কাছেই হ্যান্ডবলের নিয়ম পরিস্কার না। এটা সকলের কাছেই আরও পরিষ্কার করা উচিত। ’ তিনি আরও বলেন, ‘ফিগোর সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন, আমি যদি এখন ফুটবল খেলতাম তবে আমি ডি বক্সের ভেতর প্রতিপক্ষের ফুটবলারদের হাতে বল মারতাম। কারণ হ্যান্ডবলের নিয়ম আমার কাছে পরিষ্কার না। ’

বাংলাদেশ সময় ১৯০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।