ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১২, ২০২২
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের বাছাই পর্বে টানা দুই জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১২মে) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।

দলের জয়ে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ রাকিবুল।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল 'বি'-এর গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গত মঙ্গলবার (১০মে) শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছিল দল। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করেছিল বাংলাদেশ ।

গত মার্চে এএইচএফ কাপে এই সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল জিমি-আশরাফুলরা। তবে আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে। ম্যাচের ১৯ মিনিটে একমাত্র গোলটি করেছেন রাকিবুল। বিশ্ব র‍্যাংকিংয়ে সিঙ্গাপুর থেকে বেশ এগিয়ে থাকার পাশাপাশি শক্তি-সামর্থ্যেও এগিয়ে ছিল বাংলাদেশ। সকলেই আশা করেছিলেন এই ম্যাচেও বড় ব্যাবধানে জিতবে বাংলাদেশ। তবুও এক গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি গোবিনাথনের শিষ্যরা।


আগামী ১৪ই মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে এ গ্রুপের রানার্সআপে সঙ্গে লড়বে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মে ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।