ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নেত্রকোনায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
নেত্রকোনায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা 

নেত্রকোনা: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পাওয়ায় সাবেক ফুটবলার, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে নেত্রকোনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

নেত্রকোনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈফ খান বিপ্লবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক ফুটবলার আব্দুল কাদিরসহ জেলা ক্রীড়া সংস্থার নেতারা।

এসময় সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় বাংলানিউজকে বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দেশের উন্নয়নে যুব সমাজকে তৈরি করতে হলে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।