ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

এগিয়ে থেকেও বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
এগিয়ে থেকেও বাংলাদেশের হার

হিরো এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল দক্ষিণ কোরিয়া।

বড় হারের এই ম্যাচে দুর্দান্ত সূচনা হয়েছিল বাংলাদেশের। ষষ্ঠ মিনিটে অধিনায়ক খোরশেদের করা পেনাল্টি কর্নার থেকে গোল লিড এনে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।

তবে ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার পর একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ২টি করে এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার সেমি-ফাইনালে চীনের কাছে ৩-৩ ড্রর পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৩ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।