ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

এক সেট হেরেই পদক হারালেন রোকসানা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এক সেট হেরেই পদক হারালেন রোকসানা

ইসলামিক সলিডারিটি গেমসের শেষ দিনে আশা জাগিয়েও পদক জিততে পারেননি বাংলাদেশের রোকসানা আক্তার। আর্চারির কম্পাউন্ড নারী একক ইভেন্টে রোকসানা তুরস্কের আর্চার সুজের বেরার কাছে ১৩৬-১৩৩ পয়েন্টে হেরে পদক বঞ্চিত হয়েছেন।

রোকসানা প্রথম সেটেই পিছিয়ে পড়েন। ৩০ স্কোরের মধ্যে তিনি করেন ২৪ আর তুরস্কের আর্চার করেন ২৭। পরের চার সেটে দুজনাই সমান ২৮, ২৭, ২৫ ও ২৯ করে স্কোর করেন। ফলে প্রথম সেটের তিন পয়েন্ট ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়।  

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) রোকসানার গেম দিয়েই দিনের শুরু হয়। বাংলাদেশের আর কোনো আর্চারের খেলা না থাকলেও সবাই রোকসানাকে সমর্থন দিতে এসেছিল।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।