ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

খেলা

এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

স্প্রিন্টের ফাইনালে বাংলাদেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
স্প্রিন্টের ফাইনালে বাংলাদেশ 

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আয়োজিত হচ্ছে চতুর্থ এশিয়ান যুব অ্যালেটিকস চ্যাম্পিয়নশিপ। ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের সারজিল হাসান খান।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ৪০০ মিটারের হিটে ৫১.৫৪ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এই শিক্ষার্থী।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে ফাইনালে খেলবেন সারজিল।

পরের পর্বে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার আরিফ বিল্লাহ। ১০০ মিটার স্প্রিন্টে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে হিটে সপ্তম হন তিনি। এই আসরের ২০০ মিটার স্প্রিন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে এই দুইজনের।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।