ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের দিনব্যাপী আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের দিনব্যাপী আয়োজন ছবি : শোয়েব মিথুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে তাঁর জন্ম।

আজ শেখ রাসেলের জন্মদিনে, শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে দিনভর নানান কর্মসূচি পালন করছে দেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠনটি।

সকালে বনানী কবরস্থানে শেখ রাসেল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয় ক্লাবের পক্ষ থেকে। এরপর বনানী কবরস্থানেই মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পর বনানীতে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ডাইরেক্টর ইন চার্জ জনাব ইসমত জামিল আকন্দ  লাভলু,  ডাইরেক্টর অফ ফিন্যান্স জনাব মোঃ ফখরুদ্দিন সহ অন্যান্য পরিচালক, আজীবন সদস্য, স্থায়ী সদস্য, কর্মকর্তা বৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্লাব প্রাঙ্গণেও ছিল উৎসবের আমেজ। ক্লাব প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। ক্লাবের ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন বলেন, ‘আজ শেখ রাসেলের জন্মদিনে ক্লাবের সায়েম সোবহান আনভীরের দিক নির্দেশনায় আমরা দিনভর নানান কর্মসূচি পালন করছি। তিন ধাপে কর্মসূচি গুলো সাজানো হয়েছে। প্রথমে বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল করা হয়েছে। সেখানে গরীবদের মাঝে বিতরণ করা হয়। এরপর ক্লাব প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয় মাহফিল আয়োজন করা হয়েছে। সবশেষ সোবহানবাগ মসজিদে দুইশত এতিমকে খাওয়ানো হয়েছে। ’


শেখ রাসেলের জন্মদিনে ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ ইসমত জামিল আকন্দ লাভলু বলেন, ‘আজ শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। আজকের এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। ফজিলাতুন্নেসার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন তিনি। পৃথিবীতে ছিলেন মাত্র ১১ বছর। কতিপয় আততায়ীরা তাকে শহীদ করেন, যা কল্পনাও করা যায় না। মাত্র ১১ বছরের একটি শিশুকে তার মায়ের কোল থেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। যা ইতিহাসে বিরল। আমরা ক্লাবের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের অনুপ্রেরণা এবং নির্দেশে দিনভর নানান কর্মসূচি পালন করছি। ’

এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে শেখ রাসেল ক্রীড়া চক্র এমনটাই জানিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ ইসমত জামিল আকন্দ লাভলু। তিনি বলেন, ‘আমরা দল গোছাই আমাদের চেয়ারম্যানের নির্দেশে। আমরা দল গোছাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবারের দল ভালো হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করবো। এবার সম্পূর্ণ ভাবে দলের নির্দেশনা দিচ্ছেন ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। ’

তিনি আরও বলেন, ‘খেলা এমন একটা বিষয় অনেক সময় ভালো দল গোছালেও চ্যাম্পিয়ন হওয়া যায় না। তবে আমরা এবার ভালো দল গুছিয়েছি। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।