ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জাকার্তায় শুরু হচ্ছে চতুর্থ এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
জাকার্তায় শুরু হচ্ছে চতুর্থ এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হতে যাচ্ছে চতুর্থ এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এ আসরে বাংলাদেশের জাতীয় ব্রিজ দল অংশগ্রহণ করছে।

সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয় ব্রিজ দল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৯-২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তার সুলতান হোটেলে ৪র্থ এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।  

ব্রিজ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সদস্যরা হলেন- মুহাম্মদ মনিরুল ইসলাম (দলনেতা) পরিচালক, দুর্নীতি দমন কমিশন, মো. রাসেদুল আহসান এসপিও, কর্মসংস্থান ব্যাংক, শাহ্ জিয়াউল হক অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ বাংক, এ. এইচ, এম কামরুজ্জামান, এজিএম, বাংলাদেশ কৃষিব্যাংক, মো. আশিফুর রহমান চৌধুরী সিনিয়র মানেজার, ইস্পাহানি ফুডস লিমিটেড ও মো. মশিউর রহমান, এসপিও, এক্সিম ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, ২০২৩ সালে চায়নায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় ব্রিজ দল এই প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।