ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

টেনিস

শেষ ষোলোতে অ্যান্ডি মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
শেষ ষোলোতে অ্যান্ডি মারে অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীত

ঢাকা: বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন টেনিসের পুরুষ এককে অ্যান্ডি মারের জয় রথ ছুটছেই। তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রিটিশ নাম্বার ওয়ান এ তারকা পাওলো লোরেঞ্জির বিপক্ষে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছেন।

ফ্ল্যাশিং মিডোতে ইতালিয়ান লোরেঞ্জিকে ৭-৬, ৫-৭, ৬-২ ও ৬-৩ সেটে হারান মারে। যদি দ্বিতীয় সেটটি তিনি হেরে বসেছিলেন। তবে পরের দুই সেট ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি।

তৃতীয় ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ইউ এস ওপেনের তৃতীয় রাউন্ডে এদনি জয় তুলে নেন মারে।
চতুর্থ রাউন্ডের ম্যাচে মারে খেলবেন বুলগেরিয়ার গ্রিজর দিমিত্রোভের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বরর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ