ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

টেনিস

অবশেষে পুরো ম্যাচ খেলেই কোয়ার্টারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
অবশেষে পুরো ম্যাচ খেলেই কোয়ার্টারে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে প্রতিদ্বন্দ্বিরা সরে দাঁড়ানোয় মাত্র ছয়টি গেমে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বাধা পার করেন। শেষ ষোলোতে এসে পুরো ম্যাচ খেলেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন নোভোক জোকোভিচ।

এ নিয়ে টানা দশ বছর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সার্বিয়ান টেনিস আইকন।

র‌্যাংকিংয়ের ৮৪ নম্বর খেলোয়াড় ব্রিটিশ তরুণ কাইল এডমান্ডের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে নেমে একতরফা দাপটে কোর্ট ছাড়েন জোকোভিচ। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে সরাসরি সেট ৬-২, ৬-১, ৬-৪ গেমের জয়ে শেষ আটে নাম লেখান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

তবে জোকোভিচের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাতের ইনজুরি। তৃতীয় সেটের খেলা চলাকালীন ট্রিটমেন্ট নেন। এর আগে প্রথম রাউন্ডেও একই সমস্যায় ভোগেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পরের দুই রাউন্ডে তা আর চোখে পড়েনি। দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলির ইনজুরিতে কোর্টেই নামতে হয়নি। তৃতীয় রাউন্ডে ৪-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় খেলা ছাড়তে বাধ্য হন রাশিয়ান ‍মিখাইল ইউজনি।

শিরোপা ধরে রাখার মিশনে শেষ আটে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার মুখোমুখি হবেন জোকোভিচ। যিনি যুক্তরাষ্ট্রের জ্যাক সককে ৬-৩, ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলোর বাধা অতিক্রম করেন।

এদিকে, জোকোভিচের উড়ন্ত জয়ের আগে অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের প্রতিদ্বন্দ্বিতার পর ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলির কাছে হারের লজ্জা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

** শেষ ষোলোতেই নাদালের বিদায়

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ