ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

‘বিদেশিরা চলে যাচ্ছে, খবরের ভিত্তি নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘বিদেশিরা চলে যাচ্ছে, খবরের ভিত্তি নেই’  ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাংলাদেশ থেকে বিদেশিরা চলে যাচ্ছে’- এমন খবরের ভিত্তি নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে মহাখালীর হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বেইস ক্যাম্প বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই (এমওইউ) উপলক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

পত্রিকায় প্রকাশিত খবরের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, ‘‘আমাদের দেশের পত্র-পত্রিকা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করে। আজকে একটা হেডিং দেখছিলাম- ‘এদেশ থেকে বিদেশিরা চলে যাচ্ছে’। তবে বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে এমন খবর জানা যায় না। ’’

‘কিন্তু বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকদের চলে যাওয়‍ার খবরের কোনো ভিত্তি নেই। ’

সম্প্রতি গুলশানে হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) জঙ্গি হামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হন। এরমধ্যে নয়জন ছিলেন ইতালীয়, জাপানের নাগরিক ছিলেন সাতজন।

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটনো হচ্ছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিদেশি নাগরিকদের নিরাপত্তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ অন্য যে কোনো দেশের চেয়ে অনেক নিরাপদ। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতাও সরকারের রয়েছে।

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ওপর গুরুত্বারোপ করে পর্যটনমন্ত্রী বলেন, বিশ্বব্যপী পর্যটকদের ৩৬ শতাংশেরই মূল আকর্ষণ অ্যাডভেঞ্চার ট্যুরিজম, যাদের অধিকাংশই তরুণ। তারুণ্য আমাদের অদম্য শক্তি। সাহসী তারুণ্যই আগামীর পাথেয় বিনির্মাণ করে।

‘পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ও প্রসারের জন্য মোট জনসংখ্যার ৬০ ভাগ তরুণকে পর্যটন মনস্ক করে গড়ে তুলতে হবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রতি গুরুত্ব দিতে হবে। ’

এ সময় কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সারফিং, প্যারাসেলিং. প্যারাগ্রাইডিং,  ট্র্যাকিংসহ বিভিন্ন ইভেন্ট সংযোজনের কথা বলেন তিনি।

ট্যুরিস্ট স্পটগুলোকে ‘ট্যুরিস্ট প্রোডাক্ট’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পর্যটনের বিকাশ একটি সমন্বিত কার্যক্রম। বিভিন্ন মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত। তাই সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
 
আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জাতিসংঘের পর্যটন বিষয়ক সংগঠন ইউএনডব্লিউটিএ-এর ২৯তম সিএপি-সিএসএ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান দেন তিনি।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান।

আলোচনা শেষে পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও বেস ক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিকী স্পন্দন নিজ নিজ পক্ষে স্মারকে সই করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।