মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত এ বুথ থেকে পানি সংগ্রহ করতে কার্ডের বদলে কয়েন ঢুকিয়ে দিতে হয়। কয়েন দিলেই পাইপ থেকে বেরিয়ে আসে পানি।
স্থানীয়রা জানান, সমগ্র মুর্শিদাবাদ শহরে সুপেয় খাবার পানির সরবরাহ থাকলেও শহরবাসীর জন্য এটিএম বুথ নতুন সংযোজন। সুবিধা হলো এটিএম থেকে ঠাণ্ডা পানি পাওয়া যায়। তাই প্রচণ্ড এ গরমে মানুষ এটিএম থেকে হরহামেশাই পানি সংগ্রহ করে থাকেন।
স্থানীয় বাসিন্দা কার্তিক ঘোষ বাংলানিউজকে বলেন, বছর দেড়েক হলো পৌরসভা ওয়াটার এটিএম বুথ চালু করেছে। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও উপকৃত হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
জিপি