রোববার (০৪ জুলাই) বিহা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীর সঙ্গে বিহা প্রতিনিধিদের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক ও সাপ্লিমেন্টারি ডিউটি- এগুলো ক্ষেত্রবিশেষে কমানো ও বাতিলের ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া তিন থেকে পাঁচ তারকামানের হোটেলগুলোকে রপ্তানিকারক প্রতিষ্ঠাগুলোর মতো নগদ অর্থ দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়।
এসময় প্রতিনিধিদের এসব বিষয়ে সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএ/