গাজীপুর: ঠিক ৪ মাস ১৬ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
শুক্রবার (২০ আগস্ট) সকালে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মহামারি করোনার কারণে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার থেকে পার্কটি আবারও খুলে দেওয়া হয়েছে। এখন থেকে দর্শনার্থীরা আগের নিয়মে পার্কে প্রবেশ করতে পারবেন। তবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে গত বছরের ২০ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসের কারণে প্রথমবারের মতো পার্কটি বন্ধ রাখা হয়। পরে ১ নভেম্বর থেকে পার্কটি খুলে দেওয়া হয়।
এদিকে গাজীপুরের জাতীয় উদ্যানও শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
আরএস/কেএআর