ঢাকা: ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৪। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ওই সম্মেলনের উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আরও জানানো হয়, এ মেলা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এজন্য ইতোমধ্যেই ১২০টি স্টল বরাদ্ধ দেওয়া হয়েছে। ‘পর্যটন বিচিত্রা’র আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেলায় বাংলাদেশের পার্টনার মালয়েশিয়া। এছাড়া ভারত, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ এশিয়ার আরো কয়েকটি দেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন ওথমান, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি’র চেয়ারম্যান এ কে এম বারী, ট্যুরিজম ডেভেলাপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান জামিউল আহমেদ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তৌফিক আহমেদ, এটাবের সভাপতি মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪