ঢাকা: ‘যখন আপনারা বাবা-মাকে দেখতে যাচ্ছেন, তখন দেশকে দেখে আসেন। ’ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশী বংশোদ্ভুত যারা দেশে আসেন, তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে পর্যটন বর্ষ ২০১৬: বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’ ও ট্যুরিজম বোর্ড যৌথভাবে এর আয়োজন করে।
সচিব বলেন, ট্যুরিজমের জন্য একটি তথ্যভাণ্ডার গড়ে তুলতে চাই। হেলথ ট্যুরিজমের ক্ষেত্রে একটি পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্যমন্ত্রণালয়কে বলেছি, আপনাদের তথ্যগুলো আমাদের দেন।
তিনি বলেন, পার্বত্য চটগ্রামের বান্দরবানে আগামী ১৯, ২০, ও ২১ ফেব্রুয়ারি একটি প্রোগ্রাম করবো। সেখানে একটি হেলথ ট্যুরিজমের বিষয় থাকবে।
আশানুরূপ বিদেশিরা না এলে আমি দেশের ট্যুরিস্টদের বাংলাদেশেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো, বলেন সচিব ।
এজন্য বেশকিছু ডেস্টিনেশন ও প্রোডাক্ট ডেভেলপ করতে চান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএ/এসএস