ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

শ্রীমঙ্গলকে বিশ্বের দরবারে তুলে ধরতে ৭ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
শ্রীমঙ্গলকে বিশ্বের দরবারে তুলে ধরতে ৭ প্রতিষ্ঠান রাজধানীর আইসিসিবিতে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু সিদ্দিক মো. মুসা । ছবি: ডি এইচ বাদল

ঢাকা: চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের খ্যাতি দেশ ছাড়িয়ে বিশ্বায়নে। শুধু চা বাগান দেখতে দেশ ও দেশের বাইরের বহু পর্যটক শ্রীমঙ্গলে যান। সবুজ চা বাগানের ভেতরের দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে।

শ্রীমঙ্গলে শুধু চা বাগানই নয় এখানে রয়েছে আরও নান্দনিক প্রাকৃতিক ঝর্ণা, রেইন ফরেস্ট, লেক, আদিবাসী সম্প্রদায়ের জীবনাচার, পাহাড়ীদের বসবাসের সংস্কৃতি। অনেকে হয়তো চা বাগান ঘুরে চলে যান।

অজানা এসব সৌন্দর্য্য তুলে ধরতে এবার শ্রীমঙ্গলের সাতটি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়েছে।
 
এসব প্রতিষ্ঠানের মূখ্য উদ্দেশ্যে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলাকে দেশের পাশাপাশি সারা বিশ্বে তুলে ধরা। পর্যটন নগর হিসেবে শ্রীমঙ্গলেরও যে রয়েছে বৈচিত্রতা সেটাই তুলে ধরতে চান প্রতিষ্ঠান প্রধানরা।  

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিন ব্যাপী ৭তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে সাতটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে গ্রান্ড সুলতান রিসোর্ট, গ্রান্ড সেলিম, টি হ্যাভেন রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, কেআরটি টি টাউন, হোটেল স্কাইপার্ক, হেরিটেজ গেস্ট হাউজ প্রমুখ।
 
টি হ্যাভেন রিসোর্টের মালিক ও শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু সিদ্দিক মো. মুসা বাংলানিউজকে বলেন, আমরা প্রত্যেকেই চাই শ্রীমঙ্গলে মানুষ আসুক। শ্রীমঙ্গলকে ভালোবাসুক। আমাদের শ্রীমঙ্গল সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
 
শ্রীমঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য তাপস দাস বাংলানিউজকে বলেন, শ্রীমঙ্গলের সৌন্দর্য্য অনেকটাই অপ্রকাশিত। মানুষ শুধু চা বাগানই দেখতে যায় সেখানে যে আরও নান্দনিক সৌন্দার্যের স্পট রয়েছে সেগুলো অনেকটাই প্রচারের বাইরে। আমরা সাতটি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়েছি শ্রীমঙ্গলকে দেশ তথা বিশ্বে পরিচিত করাতে। আমরা চাই মানুষ জানুক শ্রীমঙ্গলকে এর মধ্য দিয়ে বিশ্বে পরিচিত হোক আমাদের শ্রীমঙ্গল।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।