ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ককবরক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শুভাযাত্রা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ককবরক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শুভাযাত্রা  

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছর ১৯ জানুয়ারি দিনটিকে ত্রিপুরা রাজ্যে ককবরক দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই দিবসের ৪৫তম বর্ষ ছিল।

 

এ উপলক্ষে শনিবার (২১ জানুয়ারি) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয় এবং শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ তাদের চিরাচরিত পোশাক পরে শামিল হয়েছিল। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শ্রেণীর মানুষও শামিল হয়।  

ত্রিপুরা বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার কারণে রাজ্যজুড়ে এখন আদর্শ নির্বাচন বিধি জারি রয়েছে। তাই মন্ত্রীসহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি এতে অংশ নিতে পারেননি।
 
এ উপলক্ষে এদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ত্রিপুরা সরকারের ককবরক এবং অন্যান্য পশ্চাৎপদ ভাষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।