ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ত্রিপুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগরতলা (ত্রিপুরা): পুকুরের পানিতে পিঙ্কি দাস ও উর্মিলা মারাক নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ত্রিপুরার পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত নাগিছড়া কালীদাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে পিঙ্কি ও উর্মিলা আরেক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর ওই শিশু পুকুর থেকে ডাঙায় উঠে আসে। কিন্তু উর্মিলা ও পিঙ্কি পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীনগর থানায় পুলিশ ও আনন্দনগর ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করে। পরে তাদের আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিঙ্কি দাস কালীদাসপাড়ার শঙ্কর দাসের মেয়ে, বয়স ৯ বছর। উর্মিলা মারাকের বয়স ১০, বাবার নাম রাজেন মারাক।

স্থানীয় থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসসিএন/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।