ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বন দফতরের ক্যাম্প ছেড়ে পালালো হাতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ত্রিপুরায় বন দফতরের ক্যাম্প ছেড়ে পালালো হাতি 

আগরতলা (ত্রিপুরা): মাহুতের উপর আক্রমণ করে লোহার শক্ত শেকল ছিঁড়ে জঙ্গলে পালিয়ে গেল এক পুরুষ হাতি। ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার বনদফতর পরিচালিত হাতি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

পালিয়ে যাওয়ায় প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেলেও শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি হাতিটির।

মুঙ্গিয়াকামীর এই হাতি ক্যাম্পে মোট চারটি হাতি রয়েছে। এর মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাহুতের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিড়ে হাতিটি আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে পালিয়ে যায়। হাতির আক্রমণে জখম হয়েছে মহুত নিজে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমকে।  

হাতিটি নিখোঁজের কথা জানতে পেরে শুক্রবার হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিকসহ বনদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এদিকে, বনদফতরের বিশাল বাহিনী নিয়ে আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গলজুড়ে হাতিটির খোঁজে জোর কদমে চলছে তল্লাশি অভিযান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।