ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সিপিএর বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হবে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
সিপিএর বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হবে 

আগরতলা (ত্রিপুরা): কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উত্তর-পূর্বাঞ্চল জোনের এক্সিকিউটিভ বৈঠক আগামী সোমবার (৫ জুন) আগরতলায় অনুষ্ঠিত হবে।  

এ বৈঠকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকার এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন।

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে উত্তর-পূর্বাঞ্চলের পরবর্তী সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হবে।  

রোববার (৪ জুন) ত্রিপুরা বিধানসভা ভবনে নিজ অফিসে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন স্পিকার বিশ্ববন্ধু সেন।

তিনি জানান, চেয়ারম্যান হচ্ছে অরুণাচল প্রদেশের পাসা দর্জি সোনাজি। মোট ৪১ জন প্রতিনিধি এ বৈঠকে অংশ নেবেন। ইতোমধ্যে এসব অতিথিরা আগরতলায় পৌঁছেছেন।  

এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছে। বৈঠকের পাশাপাশি তারা রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ঘুরে দেখবেন।  

এ সংবাদ সম্মেলনের স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, রাজ্য বিধানসভা চিফ হুইপ কল্যাণী রায় এবং বিধানসভার সেক্রেটারি বি পি কর্মকার।  

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মোট চারটি জোন রয়েছে। এগুলো- উত্তর জোন, সেন্ট্রাল জোন, উত্তর-পূর্বাঞ্চল জোন এবং দক্ষিণ জোন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।