ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

নতুন ফৌজদারি আইনের বিরোধিতা করে আগরতলায় বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
নতুন ফৌজদারি আইনের বিরোধিতা করে আগরতলায় বিক্ষোভ 

আগরতলা, (ত্রিপুরা): ভারত সরকার নতুন যে ফৌজদারি আইন লাগু করতে চাইছে দেশে তার তীব্র বিরোধিতা করছে বিভিন্ন আইনজীবীদের সংগঠন। এই আইনের বিরোধিতা করে শনিবার (২৯ জুন) আগরতলায় বিক্ষোভ কর্মসূচি করেছে ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখা।

 

এদিন ওই ইউনিয়নের সদস্যারা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে নতুন ফৌজদারি আইন বাতিলের দাবি জানান। বিক্ষোভ প্রদর্শনের সময় তাদের হাতে এ দাবি সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে ছিল।
 
এ কর্মসূচিতে রাজ্য কমিটির সভাপতি হরিবল দেবনাথ বলেন, ভারত সরকার আগের তিনটি ফৌজদারি আইন বাতিল করে তিনটে নতুন আইন পাস করেছে। জুলাই থেকে এই আইনগুলো দেশের কার্যকর হবে। এ আইনগুলো সম্পূর্ণভাবে জনগণবিরোধী এবং গণতন্ত্রবিরোধী। এই আইনগুলোর ফলে সাধারণ মানুষের অনেক সমস্যা তৈরি হবে। বিশেষ করে কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে এই কালো আইন দিয়ে আটকে রাখা সম্ভব হবে বলে তাদের অভিযোগ। শুরু থেকে এ আইনের বিরোধিতা করে আসছে বিভিন্ন আইনজীবী সংগঠন। এ আইনটি যখন বিল আকারে সংসদে পেশ হয়েছিল তখন থেকে ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়নের বিরোধিতা করে আসছে। এখন আইন কার্যকরী করার সময়ও বিরোধিতা করা হচ্ছে, যাতে অবিলম্বে এ আইন প্রত্যাহার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।