আগরতলা: আগরতলায় আটদফা দাবিতে মিছিল ও রাজভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজাতিভিত্তিক দল ইন্ডিজেনাস ন্যাশনেলিস্ট পার্টি অব ত্রিপুরা (আইএনপিটি)।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে দলটির কর্মী-সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা-মুজিব চুক্তি-১৯৭১ অবিলম্বে কার্যকর করা, ত্রিপুরা রাজ্যের মোট ৬০টি বিধানসভা আসনের অর্ধেক আসন রাজ্যের উপজাতিদের জন্য সংরক্ষিত করা, রাজ্যের এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা।
দলটির কর্মী-সমর্থকরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এসে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমবেত হন। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।
পরে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তোলে দেন।
কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেব্বর্মাসহ অন্যান্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসসিএন/জিপি/টিআই