ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নাইজেরীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
ত্রিপুরায় নাইজেরীয় নাগরিক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (০৩ ডিসেম্বর) ১৬৮ ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জীতেন্দ্র বক্সি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

আগরতলা: বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (০৩ ডিসেম্বর) ১৬৮ ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জীতেন্দ্র বক্সি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া এলাকার মাস্টার পাড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ওই ভিনদেশি নাগরিক প্রবেশ করার চেস্টা করেন। এ সময় স্থানীয়রা দেখে ফেলায় ওই ব্যক্তি দৌড়ে পাশের একটি বাড়িতে প্রবেশ করেন। পরে এলাকাবাসী ওই বাড়ি থেকে তাকে আটক করে বিওপি’তে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

জীতেন্দ্র বক্সি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম পিটার ইগুবা, বাড়ি নাইজেরিয়াতে। তার কাছে একটি পাসপোর্ট ও বাংলাদেশের ভিসা জব্দ করা হয়েছে। তিনি ৬০ দিনের ভিসা নিয়ে প্রথমে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।