আগরতলা: আগরতলা বাসীকে নবান্নের কথা স্মরণ করিয়ে দিতে ‘ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদ’ নবান্ন উৎসবের আয়োজন করেছে।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এ নবান্ন উৎসবের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া থেকে সংবর্ধিত ত্রিপুরা রাজ্যের দৈনিক সংবাদপত্র ‘স্যন্দন পত্রিকা’র সম্পাদক সুবল কুমার দে, নয়াদিল্লীর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির দ্বারা সংবর্ধিত রাজ্যের খ্যাতনামা সংগীত শিল্পী শিউলি রায়, কবি কল্যাণ গুপ্ত, রাজ্যের দুই বিশিষ্ট সাহিত্যিক সুবিমল রায় ও অগ্নিকুমার আচার্য, ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের অমিত ভৌমিক প্রমুখ।
ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষে সম্পাদক সুবল কুমার দে এবং সংগীত শিল্পী শিউলি রায়কে সন্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আবৃত্তি করেন শাওলী রায় ও রত্না গনচৌধুরী। সংগীত পরিবেশন করেন পুষ্পিতা চক্রবর্তী, পূর্ণি বসু, মধুরীমা ভট্টাচার্য্য, শিবানী চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসসিএন/জিপি