ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত মহারানী এলাকার গামারীয়া দ্বাদশ শ্রেণি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম’র (এনএসএস) বার্ষিক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।
আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত মহারানী এলাকার গামারীয়া দ্বাদশ শ্রেণি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম’র (এনএসএস) বার্ষিক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ ক্যাম্পের সূচনা হয়।
এতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন আহমেদ, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির সদস্য সত্যজিৎ ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষিকা রীতা ভট্টাচার্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
সাত দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসসিএন/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।