আগরতলা: মোবাইলফোন টাওয়ারগুলোকে নিয়ে নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ব টেলি সেবা প্রদানকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংগঠনের যৌথ মঞ্চ ফোরাম অব বিএসএনএল ইউনিয়ন অ্যাসোসিয়েশনের কর্মীরা ভারতজুড়ে দিনব্যাপী প্রতীকী ধর্মঘট পালন করেন।
এদিন সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা বিএসএনএলের প্রতিটি অফিসের সামনে কর্মীরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেন।
ফোরাম অব বিএসএনএল ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়,
যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসসিএন/এএটি/বিএস