আগরতলা: কলকাতার সুরনন্দর ভারতী থেকে আবৃত্তি নন্দন পুরস্কার পেলেন ত্রিপুরার বাচিক শিল্পী শাওলী রায়।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার হলে সুরনন্দর ভারতীর ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুরস্কার গ্রহণের পর শাওলী রায় বাংলানিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তাকে এ পুরস্কার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি এ পুরস্কার সমগ্র ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন।
শিল্পী শাওলী রায় রাজ্যের আরও এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার সম্পাদক অমিত ভৌমিকের স্ত্রী।
সম্মেলনে দেশের বিভিন্ন সুনামধন্য শিল্পীদের সম্মাননা জানানো হয়। এসব শিল্পীদের সঙ্গে ত্রিপুরার শিল্পী শাওলীকে আবৃত্তি নন্দন পুরস্কার দেওয়া হয়।
সম্মেলনে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, আসাম, মেঘালয়, ছত্তিসগড়, উত্তরপ্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পীরাও অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এএটি/আরআই